অপেক্ষা
ছিলাম যখন শিশু আমি। দেখতাম তাদের গল্প করতে॥
দেখতাম তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া।
দেখতাম তাদের ঝগড়া॥ দেখতাম তাদের বন্ধুত্ব।
দেখতাম তাদের ভালোবাসা॥ দেখতাম তাদের কথা কাটাকাটি।
দেখতাম তাদের চোখের জল॥ দেখতাম তাদের মুখের হাসি।
দেখতাম তাদের এক সাথে পথ চলা॥ দেখতাম তাদের ঘুরতে যাওয়া।
দেখতাম তাদের টান একে অপরের জন্যে ॥
দেখতাম তাদের ভালোবাসতে। দেখতাম তাদের দূরত্ব॥
দেখতাম তাদের সব খুনসুটি। দেখতাম তাদের এক হওয়া॥
দেখতাম তাদের এক সাথে এক হয়ে কাজ করতে।
কিনতু আজ যখন একা তারা॥ দেখি তাদের দুঃখ ভাগ করার কেউ নেই।
দেখি তাদের একা চলা পথে কত বাধা॥
দেখি আজও তারা একই ভাবে ফেলছে তাদের চোখের জল।
তফাৎ এটাই আজ তারা একা॥ নেই কেউ চোখের জল মুছিয়ে দেওয়ার।
নেই কেউ আজ তাদের হয়ে তাদের জন্যে এগিয়ে যেতে ॥
নেই কেউ আজ তাদের জন্যে। নেই কেউ আজ তাদের আপন ॥
আজ তারা বসে আছে সেই এক বৃদ্ধাশ্রমে কোণে।
করলো তারা বড় তাদের॥ এই ছিল তাদের বলিদান।
এই ছিল তাদের ভালোবাসা॥ এই ছিল তাদের মানুষ করার দান।
এই ছিল তবে তাদের ভুল ওদের বড় করে তোলা ॥
চেয়েছিলো শুধু ভালোবাসা আর একটু জায়গা মাত্র।
তোমরা পারলেনা করতে তাও॥ তোমাদের কাছে এখন তো তারা বোঝা।
তোমরা তো এখন তাদের দূরে রাখতেই চাইবে ॥
আমি খালি দেখি তাদের আজও অপেক্ষায় থাকা।
দেখি তাদের কষ্ট চেপে কাজ করতে ॥
দেখি তাদের সময়ের সাথে মানিয়ে নিতে।
দেখি তাদের দরজার দিকে চেয়ে থাকা॥
দেখি তাদের একা একা বসে থাকা।
দেখি তাদের মানিয়ে নিতে॥
দেখতাম তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া।
দেখতাম তাদের ঝগড়া॥ দেখতাম তাদের বন্ধুত্ব।
দেখতাম তাদের ভালোবাসা॥ দেখতাম তাদের কথা কাটাকাটি।
দেখতাম তাদের চোখের জল॥ দেখতাম তাদের মুখের হাসি।
দেখতাম তাদের এক সাথে পথ চলা॥ দেখতাম তাদের ঘুরতে যাওয়া।
দেখতাম তাদের টান একে অপরের জন্যে ॥
দেখতাম তাদের ভালোবাসতে। দেখতাম তাদের দূরত্ব॥
দেখতাম তাদের সব খুনসুটি। দেখতাম তাদের এক হওয়া॥
দেখতাম তাদের এক সাথে এক হয়ে কাজ করতে।
কিনতু আজ যখন একা তারা॥ দেখি তাদের দুঃখ ভাগ করার কেউ নেই।
দেখি তাদের একা চলা পথে কত বাধা॥
দেখি আজও তারা একই ভাবে ফেলছে তাদের চোখের জল।
তফাৎ এটাই আজ তারা একা॥ নেই কেউ চোখের জল মুছিয়ে দেওয়ার।
নেই কেউ আজ তাদের হয়ে তাদের জন্যে এগিয়ে যেতে ॥
নেই কেউ আজ তাদের জন্যে। নেই কেউ আজ তাদের আপন ॥
আজ তারা বসে আছে সেই এক বৃদ্ধাশ্রমে কোণে।
করলো তারা বড় তাদের॥ এই ছিল তাদের বলিদান।
এই ছিল তাদের ভালোবাসা॥ এই ছিল তাদের মানুষ করার দান।
এই ছিল তবে তাদের ভুল ওদের বড় করে তোলা ॥
চেয়েছিলো শুধু ভালোবাসা আর একটু জায়গা মাত্র।
তোমরা পারলেনা করতে তাও॥ তোমাদের কাছে এখন তো তারা বোঝা।
তোমরা তো এখন তাদের দূরে রাখতেই চাইবে ॥
আমি খালি দেখি তাদের আজও অপেক্ষায় থাকা।
দেখি তাদের কষ্ট চেপে কাজ করতে ॥
দেখি তাদের সময়ের সাথে মানিয়ে নিতে।
দেখি তাদের দরজার দিকে চেয়ে থাকা॥
দেখি তাদের একা একা বসে থাকা।
দেখি তাদের মানিয়ে নিতে॥
Comments
Post a Comment